আমরা কারাঃ

আমেরিকান সেন্টর ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি (সলিডারিটি সেন্টার) হল মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক বৃহত্তম আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংস্থা যা শ্রমিকদের নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মক্ষেত্র, পরিবারের জীবনধারণের উপযোগী মজুরি, চাকরিতে মর্যাদা, পরিপূর্ণ গণতন্ত্র এবং কর্মক্ষেত্রে ও তাদের সমাজে সার্বিক ন্যায়বিচার পেতে সহায়তা করে। সলিডারিটি সেন্টার, এএফএল-সিআইও-এর সাথে যুক্ত হয়ে, বিশ্বব্যাপী বৈষম্য, শোষণ এবং দারিদ্র্যকে প্রশ্রয় দেয় এমন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে কর্মীদের সহায়তা করে।

সলিডারিটি সেন্টার সেই মৌলিক নীতির উপর কাজ করে যে শ্রমজীবীরা তাদের সংগঠনের স্বাধীনতার অধিকার এবং ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক শ্রমিক অধিকার সংগঠন গড়ে তোলার অধিকার চর্চার মাধ্যমে সম্মিলিতভাবে তাদের চাকরি ও কর্মক্ষেত্রের উন্নতি করতে পারে, তাদের সরকারকে আইন সমুন্নত রাখতে এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানাতে পারে, এবং গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

আমাদের ৩০০জনেরও বেশি পেশাদার কর্মী বিশ্বের ৬০-এর অধিক দেশে শক্তিশালী ও কার্যকর ট্রেড ইউনিয়ন গঠন এবং অধিক ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে ৯০০টিরও বেশি অংশীদারের সাথে কাজ করে, যার মধ্যে রয়েছে ৫০০টি ট্রেড ইউনিয়ন, শ্রমিক সমিতি ও কম্যুনিটি গ্রুপ, যাদেরকে ব্যাপক পরিসরে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, আইনি সহায়তা এবং অন্যান্য সহযোগীতা প্রদান করা হচ্ছে। আমাদের কর্মসূচীসমূহ মানবাধিকার ও শ্রমিক অধিকার বিষয়ক সচেতনতা, ইউনিয়নের সক্ষমতা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, অর্থনৈতিক সচেতনতা, মানব পাচার, নারীর ক্ষমতায়ন এবং ক্রমবর্ধমান অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নিয়োজিত শ্রমিকদের অধিকার সুরক্ষার উপর গুরুত্ব দেয়। সলিডারিটি সেন্টারের কর্মসূচীসমূহ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় চলমান বৈশ্বিক আন্দোলনে সমর্থন দেয় ও তাতে অবদান রাখে।

আমেরিকান সেন্টর ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি (সলিডারিটি সেন্টার), বাংলাদেশ কার্যালয় ১৯৮১ সালে প্রতিষ্ঠিতি হয়। এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক নিবন্ধিত। সংস্থার নিবন্ধন নং- ০১৮, তারিখঃ ২২/০৪/১৯৮১ খ্রিঃ এবং নিবন্ধন নবায়নকৃত মেয়াদঃ ১৪/০৫/২০৩০ খ্রিঃ পর্যন্ত।