প্রকল্পের সারসংক্ষেপঃ

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি (সলিডারিটি সেন্টার), ওয়াশিংটন ডিসি, ইউ.এস.এ – এর অর্থায়নে নভেম্বর ১, ২০২১ খ্রিঃ হতে অক্টোবর ৩১, ২০২২ খ্রিঃ পর্যন্ত “Addressing Workers’ Rights and Gender Based Violence & Harassments in the Leather and RMG Sector in Bangladesh” প্রকল্পটি ঢাকা জেলার গুলশান থানাধীন ১৯নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; হাজারীবাগ থানাধীন ১৪নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়ন–এ সংস্থার নিজস্ব কর্মকর্তা/কর্মচারীর দ্বারা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হবে ।

প্রকল্পের উদ্দেশ্যসমূহঃ (১) চামড়া শিল্পে স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি প্রতিরোধ ও নিরসনের লক্ষ্যে এডভোকেসি করার উদ্দেশ্যে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন করা; (২) শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে চামড়া শিল্পের শ্রমিক ইউনিয়নের সক্ষমতা উন্নয়ন করা; (৩) তৈরি পোশাকখাতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে এডভোকেসি করতে নারী ও আন্যান্য শ্রমিক এবং তাদের ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধি করা; এবং (৪) তৈরি পোশাকখাতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা ও আইনকানুন অনুযায়ী শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রমিক ইউনিয়নের সক্ষমতা উন্নয়ন করা।

সুবিধাভোগীর ও লক্ষ্যমাএাঃ চামড়া শিল্প এবং তৈরি পোশাকখাতে কর্মরত শ্রমিক এবং তাদের বসবাসের এলাকার জনগণ এই প্রকল্পের সুবিধাভোগী। প্রকল্পের আওতায় চামড়া শিল্পে কর্মরত ১,৮৯১জন শ্রমিক/সুবিধাভোগীকে সম্পৃক্ত করে ৫৩টি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্যক্রম পরিচালিত হবে এবং তৈরি পোশাকখাতে কর্মরত ৫৭০জন শ্রমিক/সুবিধাভোগীকে সম্পৃক্ত করে ২৫টি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্যক্রম পরিচালিত হবে। লক্ষ্যমাত্রার ৫০% নারী কর্মী হবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে শ্রমিকদের বাসস্থান এলাকায় বসবাসরত কমপক্ষে ৫,০০০জন কর্মী, ব্যবস্থাপনা কর্মী এবং অন্যান্য এলাকাবাসী পরোক্ষভাবে পরিবেশ সুরক্ষা, অধিকার এবং লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন হবেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাএাঃ প্রকল্পটি সরাসরি এসডিজি’র ৩নং লক্ষ্য যথা- ‘সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ’ এর ক্ষেত্রে, ৫নং লক্ষ্য যথা – ‘জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন’ অর্জনের ক্ষেত্রে, ৮নং লক্ষ্য যথা-‘সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অর্ন্তভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন’ এবং ১৩নং লক্ষ্য যথা-‘জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা’- এ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রকল্পটির সার্বিক কার্যক্রম লক্ষ্যভুক্ত কারখানাগুলোর শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখবে যা এসডিজি’র ৬নংলক্ষ্য যথা- ‘সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা’-র ক্ষেএে অবদান রাখবে। সার্বিকভাবে প্রকল্পটি তৈরি পোশাক এবং চামড়া শিল্পের কারখানাগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি ও শ্রমিকদের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে যা এসডিজি’র ১ নং লক্ষ্য যথা- ‘সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান’ অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।