প্রকল্পের সারসংক্ষেপঃ

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি (সলিডারিটি সেন্টার), ওয়াশিংটন ডিসি, ইউ.এস.এ.–এর অর্থায়নে মে ১, ২০২১খ্রিঃ হতে আগষ্ট ৩১, ২০২২খ্রিঃ পর্যন্ত “Awareness Raising Training Program for Garment, Domestic and Migrant Workers in Bangladesh” প্রকল্পটি ঢাকা জেলারঃ গুলশান, মিরপুর ও আশুলিয়া থানাধীন এলাকা; যশোর জেলারঃ যশোর সদর ও শার্শা থানাধীন এলাকা এবং চট্টগ্রাম জেলারঃ দক্ষিণ হালিশহর, বন্দর থানাধীন, আগ্রাবাদ, ডবলমুরিং থানাধীন ও কোতোয়ালি, কোতোয়ালী থানাধীন এলাকায় সংস্থার নিজস্ব কর্মকর্তা/কর্মচারীদের দ্বারা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের উদ্দেশ্যসমূহঃ জন সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ অভিবাসন সম্পর্কে উপকার ভোগীদের সচেতনতা বৃদ্ধি করা ও মানব পাচারের ঝুঁকি হতে রক্ষা করা। সুর্নিদিষ্ট উদ্দেশ্যগুলি হলঃ (১) নিরাপদ অভিবাসনের বিষয়ে উপকার ভোগীদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান ও মানব পাচারের ঝুঁকি হতে রক্ষা করা; (২) প্রচলিত শ্রম আইন ও নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও শিল্প সম্পর্ক উন্নয়নে সহায়তা করা এবং (৩) গৃহকর্মী সহ নারী শ্রমিকদের নেতৃত্বের উন্নয়ন ও লিঙ্গ সমতা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করা।

সুবিধাভোগীর ও লক্ষ্যমাএাঃ গৃহস্থলি কাজে নিয়োজিত গৃহকর্মী, পোশাক শিল্পের শ্রমিক এবং অভিবাসনে আগ্রহী শ্রমিক ও তাদের পরিবার ও কমিউনিটি এই প্রকল্পের সুবিধাভোগী। এছাড়াও প্রকল্পের কর্মসূচীর সাথে সরকারী ও অন্যান্য সংস্থার সংশিষ্ট ব্যক্তিবর্গও সম্পৃক্ত থাকবেন। সুষ্ঠু অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মানব পাচার প্রতিরোধ ও বন্ধে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যাবলীসহ শ্রম মানদন্ডসমূহ এবং শিল্পসম্পর্ক ও সামাজিক অত্যাবশ্যকীয় করনীয় বিষয়াদি প্রকল্পের কর্মসূচীতে অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পের আওতায় অভিবাসনে ইচ্ছুক ২,৬২০জন শ্রমিক/সুবিধাভোগীকে সম্পৃক্ত করে ৮৯টি সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে; পোশাক শিল্পে কর্মরত ২,৪০০জন শ্রমিক/সুবিধাভোগীকে সম্পৃক্ত করে ৯৭টি সচেতনতামূলক প্রশিক্ষণ ও আইন বিষয়ক প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হবে এবং গৃহকর্মী হিসাবে কর্মরত ৩০০জন শ্রমিক/সুবিধাভোগীকে সম্পৃক্ত করে ১০টি সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। লক্ষ্যমাএার ৫০% নারী কর্মী হবেন বলে আশা করা হচ্ছে । এই প্রকল্প বাস্তবায়নের ফলে শ্রমিকদের এলাকায় বসবাসরত কমপক্ষে ১০,০০০জন কর্মী, ব্যবস্থাপনা কর্মী এবং অন্যান্য এলাকাবাসী পরোক্ষভাবে নিরাপদ অভিবাসন, পরিবেশ সুরক্ষা, শ্রম আইন অনুযায়ী শ্রমিকের অধিকার ও দায়িত্ব কর্তব্য, নারীর অধিকার ও লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন হবেন।